
নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, বহুদলীয় গণতন্ত্রের অতন্ত্র প্রহরী ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদির শাহাদাত স্মরণে আশুলিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় আশুলিয়ার বাইপাইল এলাকায় বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আক্কাস আলী (সাগর)।
প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুবদলের নেতা মোঃ জাকারিয়া শিবলু ভূইয়া।
সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম না রিপন শেখ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপসহীন ভূমিকা পালন করেছেন। তার আদর্শ, সাহসিকতা ও নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদির শাহাদাত গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভয়েস অব জুলাই যুদ্ধের কেন্দ্রীয় সভাপতি মুকুল, মোঃ ফরিদ ইসলাম, ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মোঃ আনিজ, নূর মোহাম্মদ, ফারুক, সুজন, শামীম, এরশাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।