
মোঃ আল আমিন ভূঁইয়া, ক্রাইম রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেওয়ান মোঃ মঈনউদ্দিন বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক, আশুলিয়া থানা বিএনপি। এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশবাসীর জন্য তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানটির আয়োজন করেন মোঃ ওমর ফারুক (আশুলিয়া থানা যুবদল), ভূইয়া সোহেল, মোঃ নাহিদ হোসেন, ফজলে রাব্বি ও সজীব চৌধুরী (যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা জেলা উত্তর ছাত্রদল), মোঃ জয়নায়েল মিয়া, মোঃ ইমান আলী (আশুলিয়া থানা যুবদল), হাজী আব্দুল হান্নান মিয়া (সভাপতি, ১নং ওয়ার্ড বিএনপি) এবং প্রিন্সিপাল এইচ এম ইলিয়াস হোসেন, সাবেক ছাত্রনেতা ও সাংগঠনিক সম্পাদক, শরণখোলা উপজেলা বিএনপি।
দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন হাজী খন্দকার মোঃ তোফাজ্জল হোসেন, শিল্প বিষয়ক সম্পাদক, আশুলিয়া থানা যুবদল।
অনুষ্ঠানে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।