বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা বাকাই গ্রামে গত ২৫ বছর ধরে চলে আসছে বাৎসরিক গনেশ পাগলের পূজা তারই ধারাবাহিকতায় আজ সোমবার শ্রী শ্রী গনেশ পাগলের বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। পুজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের বারবার নির্বাচিত স্বনামধন্য ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সি।
এসময় বিভিন্ন এলাকা থেকে পূজায় আসা ভক্তবৃন্দের মাঝে বক্তব্য প্রদান করেন ও পুজায় আসা ভক্তদের আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সী তার পক্ষ থেকে শুভেচ্ছা জানান।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন যুবলীগের সভাপতি বিএম ফরিদ হোসেন,বাংলাদেশ মেম্বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মনু মোল্লা,যুবলীগ নেতা মৃধা সোহাগ ও ছাত্রলীগ নেতা বি এম মিরাজ সহ আওয়ামী লীগের,যুবলীগ ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।