1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

ধামরইয়ে দুধে কেমিকেল মেশিয়ে বিক্রি, মোবাইল কোর্টের জরিমান

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে দুধে কেমিকেল মেশিয়ে বিক্রি করার অপরাধে মোঃ আবুল হোসেন (৬২) নামে এক ব্যাক্তিকে মোবাইল কোর্ট পরিচালনা করে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১লা মার্চ) সকাল ১০টার দিকে ধামরাই পৌরসভার বাজারের দুধে কেমিকেল মেশিয়ে বিক্রি করার সময় তাকে জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্টেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।অভিযুক্ত আবুল হোসেন ধামরাই উপজেলার সদর ইউনিয়নের শরীফবাগ এলাকার মৃত হাজী মোহাম্মদ মধুমিয়ার ছেলে। তার বিরুদ্ধে দুধে পানি ও কেমিকেল দিয়ে দুধ তৈরি করে বাজারের বিক্রির অভিযোগ রয়েছে একাধিক।
সরেজমিনে গিয়ে জানা যায়, আবুল মিয়া দুধে কেমিকেল মেশিয়ে বিক্রি করার সময় বাজারের লোকজন দেখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কে খবর দেয়। পরে উপজেলা থেকে আনসার পাঠিয়ে সত্যতা যাচাই করে তাকে ধরে নিয়ে যেতে আদেশ দেয় ইউএনও। এরপর আনসার সদস্যরা দুধে কেমিকেল মেশানোর প্রমাণ পেয়ে তাকে উপজেলা নিয়ে যায়। সেখানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিষ্টেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ মোবাইল কোর্ট পরিচালনা করে আবুল হোসেনকে এক হাজার টাকা জরিমানা করে এবং ভবিষ্যতের জন্য সর্তক করে ছেড়ে দেয়। ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্টেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, আবুল হোসেন নামে এক বয়স্ক ব্যাক্তি দুধে কেমিকেল মেশিয়ে দুধ বিক্রি করতে ছিল। সেই জন্য আজ মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD