তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার রঘুনাথ পুরের আনন্দ মাঠে এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি ছিলেন ভিটিকান্দি ইউনিয়নের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মোল্লা।ভিটিকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের উপ-দপ্তর সম্পাদক মো.জালাল সরকার, বিশিষ্ট সমাজ সেবক মো. বাদল মোল্লা,শফিক স্বর্ণকার,আলম স্বর্ণকার,মনির হোসেন, নুর মোহাম্মদ,মনির হোসেন, ডালিম মিয়া প্রমুখ।
ভিটিকান্দি ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মো.শামীম আহমেদের সার্বিক পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এসহাক মোল্লা জুয়েল, আবু মুছা জুয়েল,জিন্নার হোসেন,দুলারামপুর বাজার কমিটির সেক্রেটারী শাহ জালাল সরকার,যুব লীগ নেতা শাহজাহান মুন্সিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকা থেকে আগত খেলা প্রেমী দর্শকরা।
খেলায় ধারাভাষ্যকার ছিলেন জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মনির হোসেন ও সুমন মোবারক। খেলায় অংশ নেওয়া বালিয়াকান্দি একাদশকে ১ গোলে হারিয়ে প্রথম পুরস্কার এলইডি টিভি ছিনিয়ে নেন রঘুনাথপুর একাদশ।