সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে লিঙ্গ বৈচিত্র্যময় সম্প্রদায়ের জন্য নিরাপদ এবং টেকসই কর্মসংস্থান সম্পর্কে এবং এইচআইভি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের ১ নং ওয়ার্ড কায়েত পাড়া এলাকায় তৃতীয় লিঙ্গের সদস্যদের দ্বারা পরিচালিত উত্তরণ বিউটি পার্লারের আধুনিকায়ন ও সুসজ্জিতকরণ উদ্বোধনী অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের জীবনমান, কর্মসংস্থান ও এইচআইভি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ মার্চ) দুপুরে উত্তরণ পার্লারের পাশে মন্দির চত্ত্বরে সুস্থ্য জীবন, ইউএনএইডস, সাদা কালো সংগঠনের যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সুস্থ্য জীবন সংগঠনের সভাপতি পার্বতী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জামাল উদ্দিন, ইউএনএইডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. সায়মা খান, পৌর কাউন্সিলর আরিফ হোসেন, ফারহানা হোসেন ও আমজাদ হোসেন।সভায় বক্তারা বলেন, তৃতীয় লিঙ্গ এখন জাতীয় পরিচয়। এখন আর এ সম্প্রদায় পিছিয়ে নেই, তাদের এখন আর হিজড়া বলার সুযোগ নেই।
রাষ্ট্রীয় ভাবে তারা এখন স্বীকৃত। সরকারি, বেসরকারি ও ব্যবসাসহ বিভিন্ন পেশায় সফলতার সাথে কাজ করে যাচ্ছে এ সম্প্রদায়। এদের জন্য ধামরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘন্টা চিকিৎসার ব্যবস্থা রয়েছে। বিপদে পড়লে পুলিশি সহায়তা প্রদানের জন্য থানা সবসময় প্রস্তুত। সরকারি সহায়তা এবং বিভিন্ন ভাতা প্রদান করছে সরকার।