মোঃ ইমরান পারভেজ, গলাচিপা প্রতিনিধিঃ
রমজান মাসে যখন চারিদিকে রোদে খা খা করছিল,গরমে মানুষ অতিষ্ঠ হয়ে এদিক ওদিকে ছোটাছুটি করছিলো তখনই গলাচিপায় আল্লাহ তায়ালার রহমতের বৃষ্টি হতে শুরু করেন, স্হানীয় সময় আজ বিকাল চার ঘটিকার সময় হঠাৎ করে করে বৃষ্টি শুরু হয়।
এতে করে রোজাদার ব্যক্তি, পশুপাখি, গাছপালা চেহারা পরিবর্তন লক্ষ্য করা যায়, এবং রাস্তায় অতিরিক্ত ধুলা, বালি কিছু টা কমবে আশা করা যায়।