1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : Masum Sarder : Masum Sarder
  3. emranniloy53@gmail.com : Emran Hasan Neloy : Emran Hasan Neloy
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে ঐকমত্য হয়নি, সিদ্ধান্ত কমিশনের ওপর: আলী রীয়াজ বেনাপোল বন্দরে জলাবদ্ধতায় কোটি টাকার আমদানি পণ্য হুমকিতে, আবারও বন্ধ পণ্য খালাস পাঁচ যুগ্ম কমিশনারসহ এনবিআরের ৮ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ভিসা জটিলতায় বেনাপোলে যাত্রী ধস, কমেছে সরকারের আয় ঠাকুরগাঁওয়ে ন্যায়কুঞ্জু ও তথ্য সেবা কেন্দ্রের উদ্বোধন জলাবদ্ধতা নিরসনে সাবেক ছাত্রদল নেতার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান গৌরনদীতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মতবিনিময় সভা মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ধামরাইয়ের কিশোর সিফাত বাঁচতে চায় ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে স্কুল সেনসিটাইজেসন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভার উপজেলায় চেয়ারম্যান পদে রাজীব নির্ভার; ভাইস চেয়ারম্যান হতে আগ্রহী অনেকে

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে
সাভার উপজেলায় চেয়ারম্যান পদে রাজীব নির্ভার

সাভার (ঢাকা) প্রতিনিধি ॥
দ্বিতীয় ধাপে ১০৮টি উপজেলার সঙ্গে সাভার উপজেলা পরিষদ নির্বাচন ১৮ মে অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরোদমে প্রচারনা চালাচ্ছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে অনেকের নাম বাতাসে ভাসলেও প্রকাশ্য প্রচারনায় রাজীব ছাড়া আর কেউ নেই। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক দেওয়া হবে না আওয়ামী লীগের এমন ঘোষণার বিএনপির অনেকে প্রার্থী হতে পারেন এমন খবর বাতাসে ভাসছে। প্রচারনা না থাকলেও পরিবহন ব্যবসায়ী, হানিফ এন্টারপ্রাইজের অন্যতম মালিক কফিল উদ্দিন প্রার্থী হতে পারেন এমন গুঞ্জন রয়েছে।

যদিও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিনের ঘনিষ্টরা এখনো এনিয়ে চুপ মেরে আছেন। এতে রাজীব আছেন নির্ভার, ফুরফুরে মেজাজে। চেয়ারম্যান পদে রাজীব এককভাবে মাঠে থাকলেও পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে অনেকে আছেন প্রচারনায়। তারা ঘুরছেন ভোটারের দুয়ারে। সাভার উপজেলায় এবারের মোট ভোটার ৯ লাখ একশ চারজন। এর মধ্যে পুরুষ ৪ লাখ ৬৩ হাজার ৪২৯ ও নারী ভোটার ৪ লাখ ৩৭ হাজার ৫৫০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৫ জন। ভোট কেন্দ্র ৩৪৭টি। ভোট কক্ষ ২০৩৪টি।

জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক ছাত্রনেতা রাজীবের পক্ষে ১২টি ইউনিয়ন ও পৌর এলাকায় নিয়মিত প্রচারনা চলছে। ঢাকা-২ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান পুরোদমে প্রচারনা চালাচ্ছেন। সভা-সমাবেশ ও লিফলেট বিতরণ চলছে। করা হয়েছে একাধিক টিম।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁনের নতুন করে প্রার্থী হওয়ার খবর এখনো কারো কাছে নেই। গত সংসদ নির্বাচনে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিনকে ল্যাং মেরে মুরাদ জংয়ের ঈগল নিয়ে ছুটেন। মুরাদ জংয়ের পরাজয়ের পর শাহাদাৎ চুপ মেরে গেছেন। তার এই পদে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিন, আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি ও হাজী মোশাররফ খাঁন ফুটবল একাডেমীর কর্ণধার হাজী মোশাররফ খান, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাভার থানা তাঁতী লীগের সভাপতি মোঃ আবু সাঈদ, সিকদার মুহাম্মদ বি. হোসাইন রনি ও মো. সাজ্জাদ হোসেন প্রার্থী হতে প্রচারনা চলাচ্ছেন। এদের মধ্যে হাজী ইমতিয়াজ উদ্দিন বর্তমান সংসদ সদস্য সাইফুল ইসলাম সমর্থিত প্রার্থী।

তিনি একমঞ্চে রাজীব ও ইমতিয়াজের জন্য একসঙ্গে ভোট চাইছেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ইয়াসমিন চৌধুরী সুমি, সাভার উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক মিষ্টি চৌধুরী, ঢাকা জেলা উওর যুব মহিলা লীগ সিনিয়র সহসভাপতি মনিকা হাসান প্রার্থী হতে প্রচারনা চালাচ্ছেন। এখন পর্যন্ত তারা কেউই সংসদ সদস্যের সবুজ সংকেত পাননি বলে জানা গেছে। গ্রামগঞ্জে প্রচারনা চালাচ্ছেন মিষ্টি চৌধুরী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD