সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকা ধামরাই উপজেলার চৌহাটি ইউনিয়নের পাড়া গ্রামে ভূমি দস্যু, মাটির খেকুদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮মার্চ) সকাল ১১টায় বালিয়া মির্জাপুর আঞ্চলিক সড়কে চৌহাট ইউনিয়নের পাড়াগ্রামের সাধারণ কৃষক এবং সর্বস্তরের জনগণের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায় মাটি ব্যবসায়ী ফজল হক,আব্দুল আলিম, লাবু মিয়া রাতের আঁধারে তিন ফসলের জমির মাটি বিভিন্ন অবৈধ ইটভাটায় বিক্রি করছে, মাটিকাটা বাধা দিলে বিভিন্ন ধরনের হুমকি দামকি হয়রানিমুলক মামলা, ভয় ভিতুতে রাখে, সরকারি বিভিন্ন দপ্তরের অভিযোগ পত্র দেওয়ার পরও প্রসাশন নিরব ।
ভূমিদূস্যদের বেপোরায় অতিষ্ঠ এলাকাবাসী।দিনে তাদের চোখে ঘুম রাতে তাদের মাটি বানিজ্য,বাধা দিলে হতে হয় বিভিন্ন হয়রানি মুলক মামলা আসামি,দেশীয় অস্ত্র সন্ত্রাসী মহড়া ইত্যাদি।মো সাজেদুর রহমান বলেন যাতে দালালকে নির্মল করো ভূমিদুস্যুদের কাছ থেকে তিন ফসলি জমি উদ্ধার করো। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রতন মিয়া স্ত্রী কাজি জিবুন্নেসা বলেন মিথ্যা মামলায় আমার ছেলেকে দুই দিন ধরে খুঁজে পাচ্ছিনা, আমার ছেলে কে ভূমি দস্যুরা গুম করে ফেলেছে কিনা আল্লাহই ভাল জানে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন অভিযোগ ও মানববন্ধনের বিষয়ে আমরা জেনেছি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন চৌহাট ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সাকসেস সংগঠনের সভাপতি আওলাদ হোসেন সাধারণ সম্পাদক আকবর হোসেন ইউপি সদস্য মুসলিম উদ্দিন সহ শতশত কৃষক কিশানি উপস্থিত ছিলো।