তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের মাতৃছায়া মডেল স্কুল অ্যান্ড কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার উপজেলার মাতৃছায়া মডেল স্কুল অ্যান্ড কলেজে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রেন্ডস ডেভেলপমেন্ট সোসাইটি ( এফডিএস)’র চেয়ারম্যান এবং কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. সামশুদ্দিন সরকার সোহেল।
মাতৃছায়া মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা
কর্মকর্তা এস এম আরিফুল হক,জিয়ারকান্দি হাফিজ উদ্দিন ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আহসান উল্লাহ মজুমদার, এফডিএস এর প্রতিষ্ঠাতা সভাপতি ও লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল হালিম সরকার, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির,অর্থ সম্পাদক সাঈদ আল রমজান, শিক্ষা সম্পাদক আল মাহমুদ সরকার, প্রচার সম্পাদক মো.আলমগীর হোসেন সুমন,অডিট সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবুল কাশেম ভুইঁয়াসহ এফডিএস এর অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল এম এস ফরিদ, হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুর রহমান,বৃহত্তর দাউদকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছাদির আহমাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাতৃছায়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সিনিয়র শিক্ষক ওয়াসীম মোল্লার উপস্থাপনায় আলোচনা সভায় শুরুতে পবিত্র কালামে হাকীম থেকে তেলওয়াত করেন সিনিয়র সহকারী শিক্ষক আব্দুস সালাম মোল্লা। পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আলোচনা পেশ করেন আমন্ত্রিত অতিথিরা। আলোচনা সভায় মাহে রমজানের গুরুত্ববহ বিভিন্ন দিক তুলে ধরেন এবং মাহে রমজানের ফযিলত সম্পর্কে তাৎপর্যপূর্ণ আলোচনায় মুখরিত হয় অনুষ্ঠানটি। এরপর মিলাদ ও দোয়া মুনাজাত পরিচালনা শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।