
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে সাব-রেজিস্ট্রার অফিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।তিতাস উপজেলা সাব- রেজিস্ট্রার অফিসে আকস্মিক পরিদর্শনে আসলে কুমিল্লা জেলা রেজিস্ট্রার মো.আসাদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপজেলা সাব রেজিস্ট্রার অফিস এবং উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দরা।

বুধবার সকাল ১০ টার দিকে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে আকস্মিক পরিদর্শনে আসেন কুমিল্লা জেলা রেজিস্ট্রার মো. আসাদুল ইসলাম। এরপর তিনি উপজেলা সাব-রেজিস্ট্রার ও উপজেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেন।
এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা সাব- রেজিস্ট্রার মো.মোমেন মিয়া,উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো.হুমায়ূন কবির কাজল,সাধারণ সম্পাদক মো.শের-ই- আলম,সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, মো.মনির হোসেনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।