উজিরপুর (বরিশাল) : বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ওটরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৩ সালে স্থাপিত এ বিদ্যালয়ের সাবেক ছাত্র জাকির হোসেনের সভাপতিত্বে শতাধিক ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে ২৩ মার্চ ঐতিহ্যবাহী ওটরা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়। এর অংশ হিসেবে সবার সম্মতিতে প্রাথমিকভাবে একটি কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটিতে জনাব মোঃ দুলাল হোসেন সভাপতি, জনাব মোঃ জিয়াউল হাসান মির্নাল , জনাব মোঃ হুমায়ুন কবির ,সহ-সভাপতি, জনাব মোঃ রফিকুল ইসলাম রিপন সাধারণ সম্পাদক, এবং জনাব মোঃ মনিরুল ইসলাম (মঞ্জু) কে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।
একই সঙ্গে স্কুলের অন্য প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ঈদের পর তা ঘোষণা করার বিষয়ে আলোচনা করা হয়।