সাভার (ঢাকা) প্রতিনিধি ||
ঢাকার সাভারে দ্রুত গতির ট্রাক চাপায় সাভার পরিবহন ও মৌমিতা পরিবহনের ফোরম্যান মোহাম্মদ সুজন হক (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের পিছনে থাকা অপর আরোহী সামান্য আহত হয়েছেন।
শনিবার (৩০ মার্চ) সন্ধা ৬ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানারোড সংলগ্ন রোডের চৌধুরী পাম্মের সামনে এ ঘটনা ঘটে।
মোহাম্মদ সুজন হক কিশোরগঞ্জ জেলা সদরের অট্টগ্রাম এলাকার মৃত শামসু’র ছেলে। তিনি রাজাসন গ্যারেজ এলাকায় আমজাদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে সাভার পরিবহন ও মৌমিতা পরিবহনের ফোরম্যান চেকার) হিসাবে কাজ করতেন। আহত অপরজনের নাম পরিচয় পাওয়া যায় নি।
সাভার হাইওয়ে পুলিশ জানায়, রাতে থানা রোডের বিপরীত পাশের চৌধুরী ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল ভরেন সুজন। মোটরসাইকেলে তেল নিয়ে সড়কে নামতেই ঢাকামুখী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় সুজন। আহত হন মোটরসাইকেলের পিছনে বসা অপর আরোহী।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. বাবুল আক্তার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।