ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাই উপজেলার সদর ইউনিয়নের স্বর্ণখালী গ্রামে জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছে। সোমবার (০১ এপ্রিল) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শিউলি আক্তার বাদি হয়ে ধামরাই থানায় ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।হামলায় আহতরা হলেন, আরিফুর রহমান (৩৭), মাহিদুল ইসলাম (২৬), শিউলি আক্তার (৪৫)। এদের মধ্যে আরিফুর রহমানের অবস্থা আশংকাজনক হওয়ায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া মাহিদুল ইসলাম ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শিউলি আক্তার হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন।মামলা সুত্রে জানা যায়, জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ঘটনার দিন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যানের ড্রাইভার হাফিজুর রহমান ও তার স্বজনেরা দেশীয় অস্ত্র নিয়ে শিউলি আক্তার ও তার পরিবারের উপর হামলা করে এবং তাদের বাড়ির পানির ট্যাংক, বাথরুমের বিভিন্ন ফিটিংস (যার মূল্য আনুমানিক ৮০০০০ টাকা) ধংস করে।
এসময় শিউলি আক্তারের ভাসুরের ছেলেরা বাঁচাতে এলে হাফিজুর রহমান ধারালো ছ্যান দা দিয়ে আরিফুর ও মাহিদুলকে কোপ দেয়। হাফিজুরের পক্ষের অন্যান্যরা শিউলি আক্তারের মেয়েদের মারধর করে এবং ৭৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।মামলার বাদি শিউলি আক্তার বলেন, একটা মরা আমগাছ আমাদের চালের উপর ছিলো সেটা আমার মেয়েরা সরাতে গেলে হাফিজুর ও তার বাড়ির লোকেরা এসে আমার মেয়েদের ও আমাকে প্রচুর মারধর করে।
পরে আমার ভাসুরের ছেলেরা এলে তাদেরকে ছ্যান দিয়ে কোপ দেয়।এ ব্যাপারে ধামরাই থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, এ বিষয়ে একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে।