স্টাফ রিপোর্টার, বরিশাল :
বরিশালের পটুয়াখালী জেলার ১ নং মাধবখালী ইউনিয়নের মির্জাগঞ্জ উপজেলায় গত ১২/০৪/২৪ তাং আনুমানিক বিকেল ৫:৩০মি: মোসা: সুমাইয়া আক্তার শারমিন নামে, বরিশাল বিএম কলেজের মাষ্টার্সের একজন শিক্ষার্থীর মরদেহে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার নিজ শ্বশুর বাড়িতে পাওয়া গিয়েছে। মো: সুমাইয়া আক্তার শারমিনের স্বামীর নাম মো:রুবেল হাওলাদার একজন প্রবাসী (দেশের বাহিরে থাকেন)। মৃত:শারমিন আক্তারের শ্বশুর বাড়ির লোকজনের সাথে এবং তার বাবার বাসার লোকজনের সাথে কথা বললে তারা জানান, শারমিন এমন কাজ করবে সেটা মেনে নিতে নারাজ আসেপাশের সবাই।
এই ঘটনার কিছুক্ষন আগেই সুমাইয়া আক্তার শারমিনকে হাসিখুশি দেখা গিয়েছে এবং সে তার বাবার বাসার সবার সাথে ফোন করে কথা বলেছিল।
ঘটনাস্থল থেকে লাশের ছবি উদ্ধার করলে সেখানে দেখা যায় ব্যবহৃত ফ্যানের দুরুত্ব এবং লাশের পায়ের দুরুত্ব আত্মহত্যা করার জন্য উপযুক্ত না এবং লাশের শরীরের রহস্যজনক দাগের চিহ্ন দেখা গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পর্যায়ের লোকজন।
লাশ পুলিশের কাছে হস্তান্তরের মাধ্যমে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।মৃত: সুমাইয়া আক্তার শারমিনের পরিবারের একটাই দাবি সুস্ঠু তদন্তের ভিত্তিতে শারমিন হত্যার বিচার এবং দোষিদের আইনের আওতায় আনা হোক।পরিবারের ধারনা মতে,এটি পরিকল্পিত হত্যা,স্থানীয়পর্যায়ের লোকজনের কাছে এটা একটা রহস্যজনক মৃত্যেু।