1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. masud@ajkerpratidin.com : Masud Sarder : Masud Sarder
  3. niloy@ajkerpratidin.com : Niloy :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৪ মে ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

সাভারে চাঁদা না দেওয়ায় নেট ব্যবসায়ীকে কুপিয়ে জখম

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে
সাভারে চাঁদা না দেওয়ায় নেট ব্যবসায়ীকে কুপিয়ে জখম

সাভার (ঢাকা) প্রতিনিধি ||
ঢাকার সাভারে দাবিকৃত চাঁদা না পেয়ে তানভীর হাসান নয়ন (৩০) নামের এক নেট ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেছ কিশোর গ্যাং পিনিক রাব্বি গ্রুপের সদস্যরা।

রবিবার (২১ এপ্রিল) রাত ৮ টার দিকে সাভরের জাহাঙ্গীরনগর সোসাইটির গেটে এ ঘটনা ঘটে। আহতকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আহত তানভীর হসান নয়ন সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর সোসাইটির মৃত সাবের শিকদারের ছেলে। তিনি প্রি-নয়ন ইন্টারনেট সার্ভিসের স্বত্বাধিকারী। প্রায় আড়াই বছর ধরে তিনি ঘটনাস্থলের আশেপাশে ২৫/৩০ টি নেটের লাইন দিয়ে ব্যবসা করে আসছিলন।

অভিযুক্তরা হলেন- পিনিক রাব্বি গ্রুপের লোকজন জনি, বাবু রাব্বিসহ ১০ থেকে ১২ জন বলে দাবি করেছেন ভুক্তভোগী তানভীর হাসান নয়ন।

ভুক্তভোগী তানভীর হাসান নয়ন বলেন, আমি একাই ২৫/৩০ টি নেট লাইন দিয়ে ব্যবসা করি। আমার বাবা নেই মারা গেছেন। আমার লোকজনও নাই। এর আগে বেশ কয়েক বার আমাকে হুমকিধামকি দিয়ে চাঁদা দাবি করেছিলো। রবিবার রাতে এসে জনি, বাবু ও রাব্বিসহ ১০/১২ জন চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে আমাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়। পরে চাপাতি দিয়ে আমাকে কুপিয়ে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে গেলে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে দুই পায়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করে।

ভুক্তভোগী নয়নের দাবি, হামলাকারীরা কিশোর গ্যাং পিনিক রাব্বি গ্রুপের লোকজন। তিনি বলেন, আমি অভিযোগ দিতে ভয় পাচ্ছি। অভিযোগ দিলে ওরা আমাকে মেরে ফেলবে। হামলাকারীরা সবাই কিশোর গ্যাং সদস্য বলে দাবি করেছেন ভুক্তভোগী তানভীর হাসান নয়ন।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান দেশের কন্ঠকে জানান, ইন্টারনেট ব্যবসা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে বলে শুনেছি। হাসপাতালে পুলিশ রয়েছে। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান © 2018-2023 ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।
Design BY POPULAR HOST BD