নিজস্ব প্রতিবেদন : পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এ ছাত্রলীগের উদ্যোগে ৫০ গাছ লাগানো হয়েছে। তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও সাাটেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জনের লক্ষ্যে এ-সব গাছের চারা লাগানো হয়।
রোববার (২১ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের নিদর্শনা অনুযায়ী ১০ দিনে ৫ লাখ বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে এসব চারা গাছ লাগায় পটুয়াখালী পলিটেকনিক ছাত্রলীগ।
কলেজের সিভিল ভবনের সামনে গাছের চারা লাগানোর মধ্যদিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে কলেজের ভিবিন্ন জায়গায় চারা গাছ লাগানো হয়।
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর সিভিল ডিপার্টমেন্ট
ছাত্র মো: ইয়াছির আরাফাত জানান বর্তমান বিশ্বে বৃক্ষনিধন করে নগরায়ন ফলে প্রাকৃতিক ভারসাম্য বিপর্যয়ের পথে। যেকোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় শতকরা ২৫ ভাগ বনায়ন থাকা উচিত । সে জায়গায় আামাদের দেশের বনায়ন শুধু ১৩ শতাংশ।
দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের কথা চিন্তা করে কেন্দ্রীয় ছাত্রলীগের নিদর্শননায় আমাদের এই কর্মসূচি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পটুয়াখালী পলিটেকনিক ছাত্রলীগ ও শিক্ষার্থী।