কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জান্নাতি আক্তার (১৪) নামে এক প্রতিবন্ধী কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (৭ মে) সকালে তার নিজ বাড়ীর শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরী বাহাগিলী ইউনিয়নের বৌধ পাড়া গ্রামের জামিনুর রহমানের মেয়ে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, গতকাল রাতে বাবা মায়ের সাথে খাওয়া শেষ করে ছোট বোন সহ নিজ ঘরে ঘুমাতে যায়। আজ সকালে তার ছোট বোন তাকে ডাকতে গেলে ঘরের তীরের সাথে তার মরদেহ ঝুলতে দেখে চিৎকার করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানা পলাশ চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, এক প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।