তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগ নেতা নুরুজ্জামানের দুই সহোদরকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। এতে দুই ভাই গুরুতর আহত হন। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামে কাউসার মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস দুই ভাই গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
আহতরা হলেন- আলীনগর গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে আল আমিন (২৬) ও মো. শাহিন (২১)।
স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে ঢাকায় পাঠানো হয়। আহতদের বড় ভাই ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান বলেন, কয়েক দিন আগে একটি মাটি কাটার ভ্যাকু ভাড়া এনে রাস্তার কাজ করতে গেলে পোড়াকান্দি গ্রামের ছাদেক মেম্বারের ছেলে আলাউদ্দিন,নুর নবী বাবু,হযরত আলীসহ আরও কয়েকজন আমার কাছে টাকা দাবি করেন। তাঁদের দাবিকৃত টাকা না দেওয়ায় আলাউদ্দিন গ্রুপের লোকজন আমাদের গ্রামে এসে আমার দুই ভাইকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।আমি দ্রুত এই সন্ত্রাসীদের আটক করার দাবি জানাই।
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা জাকারিয়া পারভেজ বলেন, তাঁদের দুজনের শরীরেই একাধিক গুলি রয়েছে, তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাঞ্চন কান্তি দাস জানান,সোমবার সন্ধ্যায় আলীনগর গ্রামে মারামারি হচ্ছে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি।গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশি চেষ্টা অব্যাহত আছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।