অর্চক সিকদার, চট্টগ্রাম : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কতৃক স্বীকৃত ঔষধ ব্যবসায়ীদের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি। গত ২০মে সারা বাংলাদেশে ২০২৪-২০২৬ দুই বছর মেয়াদি বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
মোঃ শাহজালাল (বাচ্চু) ভাই প্যানেল প্রধান ব্যালেট নং ১। মোঃ শাহজালাল (বাচ্চু) ভাইয়ের নেতৃত্বধীন সারা বাংলাদেশ থেকে ৪৩জন কেমিস্ট ভাই এই নির্বাচনের জন্য নোমিনেশন পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য চট্টগ্রামে লায়ন আশীষ কুমার ভট্টাচার্য ব্যালট নং ২০ এবং রঘুনাথ সিকদার ব্যালেট নং ৩৬। গতকাল ২০মে সমিতির কেন্দ্রীয় নির্বাচনে চট্টগ্রাম থেকে মোঃ শাহজালাল (বাচ্চু) ভাইয়ের পূর্ণ প্যানেল বিপুল ভোটে জয়লাভ করে।
চট্টগ্রাম নগরী রহমতগঞ্জ জে.এম.সেন সেন প্রাঙ্গনে সকাল ৯টা – বিকাল ৪টা পর্যন্ত ভোট কার্যক্রম চলে। বাংলাদেশের লক্ষীপুর, ফেনী, নোয়াখালী, ব্রাক্ষ্মণবাড়ীয়া, কুমিল্লা, খাগড়াছড়ি , মিরাশরায়, বান্দরবান, কক্সবাজার, চকরিয়া, আমিরাদ, বাঁশখালী, চট্টগ্রাম সহো কেমিস্ট ভোটারগণ উপস্থিত থেকে তাদের মূল্যাবান ভোট প্রদান করেছেন।
বিকাল ৬ ঘটিকায় চট্টগ্রামের নির্বাচন ফলাফল প্রকাশ করে মোঃ শাহজালাল (বাচ্চু) ভাইয়ের পূর্ণ প্যানেলকে বিজয়ী ঘোষণা করেন।