1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের চক্রবর্তীতে সড়কের পাশে সরকারি জমি দখল করে ময়লা ফেলার অভিযোগ আশুলিয়ায় যাত্রী ছাউনি নির্মাণে বাধা: বিএনপি নেতা গফুর মিয়ার বিরুদ্ধে অভিযোগ বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আশুলিয়ায় আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) এনসিপি মনোনয়ন পাতে তৎপর একাধিক প্রার্থী খাগড়াছড়ি মানিকছড়িতে আব্দুল জব্বার (মেম্বার) স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন করেন: ওয়াদুদ ভুইয়া তিতাসে ধানের শীষ মার্কার উঠান বৈঠক অনুষ্ঠিত ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ৫০০ মিটারের সেতুর অপেক্ষায় তিন জেলা—বহু বছরের দাবি এখনো অপূর্ণ ধামরাইয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তিনজনসহ গ্রেপ্তার ৬ সাংবাদিকতায় নীতিনৈতিকতার কোন বিকল্প নেই-মুন্সীগঞ্জে ওবাইদুর রহমান শাহিন

উপজেলা নির্বাচন: সাভারে ভোট পড়েছে ৫.১৪ শতাংশ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি || ঢাকার সাভার উপজেলা পরিষদ নির্বাচনে শুধু ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল আলম রাজীব। সাভারে ভাইস চেয়ারম্যান পদে ভোট পড়েছে মাত্র ৫ দশমিক ১৪ শতাংশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ দশমিক ০৮ শতাংশ।

মঙ্গলবার (২১শে মে রাত ১২টার দিকে ভোট গণনা শেষে এ তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ। এর আগে গতকাল ২১ মে মঙ্গলবার বিকেল ৪টায় ভোট গ্রহণ সম্পন্ন হয়।

সাভারে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিন জন। এই পদে ২৪ হাজার ৭৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ইমতিয়াজ উদ্দিন (চশমা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ সাইদুল ইসলাম পেয়েছেন ১৭ হাজার ৭৯০ ভোট (তালা)। এ ছাড়া আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মোশাররফ খান পেয়েছেন ২ হাজার ৭৭৫ ভোট (টিউবওয়েল)।

এই পদে মোট ভোট পড়েছে ৪৬ হাজার ২৭৭টি, যা মোট ভোটারের ৫ দশমিক ১৪ শতাংশ। তার মধ্যে ভোট বাতিল হয়েছে ৯৬৮টি। মোট বৈধ ভোটের সংখ্যা ৪৫ হাজার ৩০৯।

মহিলা ভাইস চেয়ারম্যান পদেও তিনজন প্রার্থী ছিলেন। তাঁদের মধ্যে ঢাকা জেলা উত্তর যুব মহিলা লীগের সহসভাপতি মনিকা আক্তার (কলস) ২৫ হাজার ১১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং ঢাকা জেলা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার সুমী (ফুটবল) পেয়েছেন ৯ হাজার ৪৫ ভোট। এ ছাড়া আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপ-কমিটির সদস্য নাদিয়া নূর তনু (প্রজাপতি) পেয়েছেন ৮ হাজার ৫১৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ভোট পড়েছে ৪৫ হাজার ৭৩১টি, যা মোট ভোটারের ৫ দশমিক ০৮ শতাংশ। এর মধ্যে ৩ হাজার ৫২টি ভোট বাতিল হওয়ায় মোট বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ৪২ হাজার ৬৭৯।

ঢাকার সাভার উপজেলা ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এই উপজেলায় মোট ভোটার ৯ লাখ ৯১৫ জন। মোট ৩৪৮টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD