কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
মঙ্গলবার ২১ মে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোঃ সেলিম আজাদ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন শাহিন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোসাম্মদ শরিফা আক্তার মঙ্গলবার রাতে এই ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ।
মঙ্গলবার কালিয়াকৈর উপজেলার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১২৮ টি ভোট কেন্দ্রে অত্যন্ত শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে । কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়। রাতে উপজেলার হল রুমে ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী কালিয়াকৈর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গাজীপুর জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব মোঃ সেলিম আজাদ (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ৮৩৯৬১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৬২ হাজার ৩০৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোঃ মনোয়ার হোসেন শাহিন (তালা মার্কা) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৪৬২ ফুট ভোট। কার নিকটতম প্রতিদ্বন্দ্বী (বৈদ্যুতিক বাতি)প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ১৪৯ ভোট। মহিলা বাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোসাম্মদ শরিফা আক্তার (হাসমার্কা)প্রতীক নিয়ে পেয়েছেন 68 হাজার 45 ফুট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জায়েদা নাসরিন পেয়েছেন (ফুটবল) প্রতীক নিয়ে ২৩ হাজার ১১০ ভোট।