তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের জগতপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের কৃতিসন্তান ও উপজেলা আওয়ামী মৎস্য জীবী লীগের সদস্য সচিব ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত একতা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী শফিকুল ইসলাম সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় তাঁর হাতে সন্মাননা অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
গতবৃহস্পতিবার বিকেল ৪ টায় বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট(আইইবি)হল রুমে বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস কাউন্সিলের নবগঠিত কমিটি-২০২৪ এর অভিষেক উপলক্ষ্যে “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে গণমাধ্যমের ভূমিকা”শীর্ষক আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে তাঁকে এই সন্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এতে গর্বিত হয়ে জগতপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামবাসী গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব ও জাগ্রত একতা সংঘের সভাপতি হাজী শফিকুল ইসলামকে এ সংবর্ধনা প্রদান করে।
ভাটিপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো.রফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসামৎ হাসিনা বেগম শিশির, শাহজালাল মেম্বার,মো.রফিক মিয়া,গিয়াস উদ্দিন প্রধান, আবদুল আজিজ, শাহ আলম, মোতালেব মুন্সি, শহিদুল ইসলাম, কাজী শাকিব,আলাউদ্দিন, বাবুল মিয়া, রাহিম, মো.কামাল, শাহিদ, নাছির উদ্দীন, হারুন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।