সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে প্রায় ১২ কোটি টাকার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। এতে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১টি সড়ক উন্নয়ননর কাজ রয়েছে।
সোমবার (৩ জুন) সকাল থেকে এ সব উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। মোট ৬টি উন্নয়ন কাজের ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ কোটি টাকা।
উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে, উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শ্রেণীকক্ষ নির্মাণ, কুশুরা ইউনিয়নের ধানতারা জিসি মির্জাপুর উপজেলার সড়ক (ধামরাই অংশ) চেইন (০০-২২০০) মিটার শক্তিশালী ও প্রসস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, গোলাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর, বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন, ওঠা দীঘল গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির মোল্লা, উপজেলা প্রকৌশলী তরুন কুমার বৈদ্য, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুন্নাহার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জুয়েল রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।