মোঃ আল-আমিন (বাপ্পি), উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের ৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের নবাগত উজিরপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জনাব মোঃ হাফিজুর রহমান ইকবাল। কাপ-পিরিচ প্রতীক নিয়ে মোট ৩১,৩৫৫ ভোট জয়ী ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজিমউদ্দিন জানান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সদ্য সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল মজিদ সিকদার বাচ্চু। মোটর সাইকেল প্রতীক নিয়ে তিনি পান ২৮,৫৫৯ ভোট।
চেয়ারম্যান পদের অপর দুই প্রার্থী সুখেন্দ্র শেখর বৈদ্য মোট- ১০,৯৭২ ভোট ও জাসদ নেতা মোঃ আবুল কালাম আজাদ মোট -১০,১০৩ ভোট পেয়েছেন।
উপজেলার মোট -২,২২,২৬৭ জন ভোটারের মধ্যে মোট ভোট পরেছে ৮৪,২২০ কি । এর মধ্যে অবৈধ ভোটা পরেছে ৩,২৩১ টি ।
উপজেলায় মোট ৩৭.৯৩% ভোট পড়েছে।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তালা প্রতীক নিয়ে মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা । তার মোট ভোট-৩৩,২৯৪ টি। প্রতিদ্বন্দ্বী অপূর্ব কুমার বাইন রন্টু পান ৩০৫৪৬ এবং এবিএম মিজানুর রহমান সবুজ ১৬,২০১টি।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন অ্যাডঃ মোর্শেদা পারভীন , ফুটবল প্রতীক নিয়ে পান মোট – ৪৫,৫৩ ভোট। প্রতিদ্বন্দ্বী সীমা রানী শীল পেয়েছেন ৩৫,৫৪৬ ভোট।