ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় জাতীয় দৈনিক ‘আমার সংবাদ’ পত্রিকার ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৬ জুন) বিকেলে পীরগঞ্জ প্রেস ক্লাব সভাকক্ষে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
দৈনিক ‘আমার সংবাদের’ পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল আলিমের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সিনিয়র সাংবাদিক বুলবুল আহমেদ, মোকাদ্দেস হায়াত মিলন, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাধারণ সম্পাদক আবু তারেক বাঁধন, যুগ্ম সম্পাদক ফাইদুল ইসলাম, সাংবাদিক ফারুক হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ দৈনিক ‘আমার সংবাদ’ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন ।