মোঃ রাশেদ আহম্মেদ : বরিশালের গৌরনদী উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মনির হোসেন মিয়া চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান হয়েছেন ফরহাদ হোসেন মুন্সী এবং মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন সাহিদা আক্তার।
রোববার (৯ জুন) রাতে তারা বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন।
সহকারী রিটার্নিং অফিসার ও গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান জানান, মনির হোসেন মিয়া বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি কাপ পিরিচ প্রতীকে ভোট পেয়েছেন ৪০ হাজার ৪৪৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান পেয়েছেন ৩৬ হাজার ৯২৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে ফরহাদ হোসেন মুন্সী টিউবয়েল প্রতীকে ৪৮ হাজার ৪০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল গোমস্তা মাইক প্রতীকে ভোট পেয়েছেন ২৮ হাজার ৩১৪ টি।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাহিদা আক্তার হাস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩০ হাজার ৬১৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিব্রা রানী বিশ্বাস ফুটবল প্রতীকে ভোট পেয়েছেন ২৩ হাজার ৭৮৭ ভোট।