রাজধানীর ঢাকায় শহীদ লে: শেখ জামাল স্মৃতি রোলার স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । গত ১২ ই জুন বুধবার সন্ধ্যায় শহীদ লে: শেখ জামাল রোলার স্পোর্টস একাডেমী আয়োজিত শহীদ লে: শেখ জামাল স্মৃতি রোলার স্কেটিং প্রতিযোগিতা ২০২৪ইং অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সম্মানিত সভাপতি আবুল কালাম আজাদ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও রাজনীতিবিদ মোজাফফর হোসেন পল্টু।
শহীদ লে:শেখ জামাল রোলার স্পোর্টস একাডেমীর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মো.পারভেজ হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিআরএসএফ এর সম্মানিত সাধারণ সম্পাদক আসিফ হাসান, সহ-সভাপতি কামাল হোসেন পলাশসহ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন ক্লাবের সদস্যরা।