এস এ ডিউক ভূইয়া, তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের ছয়টি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশের বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার সকালে বাতাকান্দি বাজার ও বিকেলে আসমানিয়া বাজারে এই বৃক্ষ রোপণ ও বিতরণের কর্মসূচী অনুষ্ঠিত হয়।
ভিডিও কলের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচীতে যুক্ত হয়ে প্রধান অতিথি কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ বলেন,’একটা গাছ একটা প্রাণ’,গাছ মানুষের পরম বন্ধু’।গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না।প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় গাছের বিকল্প নেই।বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের সহযোগিতা করায় সামনে স্বেচ্ছাসেবী সংগঠন আপনজন,রামভদ্রা যুব কল্যাণ পরিষদ,সোশ্যাল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন(এসফা),আলোর বাঁহন,তিতাস আলোকিত মানবকল্যাণ সংগঠনকে ধন্যবাদ জানান তিনি।
বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহণ করেন ৪ টি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা নাজিরুল ইসলাম মামুন,জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশন ও সংগঠন ভিন্ন একসাথে অনন্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো.সাজ্জাদ হোসেন সজীব,এসফা’র সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদ রানা,আলোকিত মানবকল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মো.জিয়াউর রহমান জিয়া,আলোর বাঁহন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম সুপ্ত,আপনজন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মানিকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।