সাভার (ঢাকা) প্রতিনিধি ||
শিল্পাঞ্চল আশুলিয়ার দক্ষিণ বাইপাইলে দুর্ধর্ষ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার রাত ১২টায় দক্ষিণ বাইপাইলের হরমুজ আলী তার ছেলে, জাতীয় শ্রমিক লীগ নেতা সোহাগ মুন্সি ধামরাইয়ের সাগর ও দক্ষিণ বাইপাইলের ইদ্রিসকে আহত করা হয়। তবে সোহার মুন্সীর অবস্থা গুরুতর বলে এনাম মেডিকেল সূত্র জানিয়েছে।
হরমুজ আলী বলেন, রাত আনুমানিক ১২টার দিকে পরপর দুইটা গুলি আর পরে একটা বিকট শব্দ শুনে আমি বাসা থেকে এসে দেখি প্রায় ২০/৫০ জনের মতো প্রত্যেকের হাতে লম্বা লম্বা রামদা তারা আমার ছেলে সোহাগের ব্যবসায়িক অফিসের ভেতর আমার ছেলে সোহাগ, সাগর ইদ্রিসকে এলোপাতাড়ি কোপাচ্ছে। আমার ডাকে পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুতর অবস্থায় সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।