তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার পরিষদ মিলনায়তনে এ সভা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সভার উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জালাল পাঠান, মো. জসীম উদ্দিন সওদাগর, মো. জাহাঙ্গীর আলম মোল্লা, মো. শাহজাহান মোল্লা, তাইজুল ইসলাম মোল্লা, মো. সাদেক সরকার ও মো. জালাল উদ্দিন খন্দকার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আবদুল হক, সাংবাদিক আবদুল হক সরকার, মোর্শেদুল ইসলাম শাজু, ও মো. কামাল উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা মাদক, বাল্যবিয়ে, লোডশেডিং,টি আর, কাবিখা, ওয়ান পার্সেন্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পর্যবেক্ষণ, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ, সাব রেজিস্ট্রারের কার্যালয়ে সকল প্রকার দলিল গ্ৰহিতাদের কাছ থেকে ‘সেরেস্তা’র নামে নিয়ম বহির্ভূতভাবে দুই হাজার টাকা করে আদায়কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণকল্পে আলোচনা ও সিদ্ধান্ত হয়।