সাভার (ঢাকা) প্রতিনিধি ||
ঢাকার আশুলিয়ায় মো. রিশাদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল ৪টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের বুড়িপাড়া এলাকার লিটনের মালিকানাধীন ভাড়াবাড়ী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিশাদ রংপুর জেলার মিঠাপুকুর থানার সেরুডাঙ্গা এলাকার মো. মুকুল মিয়ার ছেলে। তিনি আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকায় লিটনের মালিকানাধীন ভাড়াবাড়ীতে বসবাস করে রাজধানীর বিমানবন্দরে থাই গ্লাস সেটিংয়ের কাজ করতেন।
নিহতের বোন কাজলী বেগম জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে একটি নম্বর থেকে আমাকে কল করে জানায়, আমার ভাই রিশাদ গলায় ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। পরে এই সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে জানালে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আমার ভাইয়ের লাশে পচা গন্ধ বেরোচ্ছিলো। গত ২৫ জুন রাত ১০টার দিকে আমার ভাইকে ভাড়াটিয়া বাড়ির আশপাশের লোকজন ঘুরাফেরা করতে দেখেছিলো বলেও জানান তিনি।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।