1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : Masum Sarder : Masum Sarder
  3. emranniloy53@gmail.com : Emran Hasan Neloy : Emran Hasan Neloy
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১১:০১ অপরাহ্ন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা,শিক্ষককে লাঞ্ছিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি, হাবিবুর রহমান :
নেত্রকোনার মদন উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় হামলা,ভাঙচুর ও শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে স্থানীয় লাঠিয়াল মিন্টু বাহিনীর বিরুদ্ধে।

গত শুক্রবার(২৮) জুন উপজেলার নায়েকপুর ইউনিয়নে আখাঁশ্রী জামিয়া ফয়জুল আবরার মাদ্রাসায় এ ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।

এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান পরিচালক হাফেজ মাওলানা মোঃ নজরুল ইসলাম জানান,সিদ্দিক মিয়ার ছেলে সানিক( ১২)আমাদের প্রতিষ্ঠানে হেফজ বিভাগে পড়া লেখা করে। বৃহস্পতিবার সকালে খাবার খাওয়ার কথা বলে আমাদের মাদ্রাসা থেকে বাড়িতে যায়। তার পর আর মাদ্রাসায় ফিরে আসেনি। তার ছেলেকে খুঁজে আমাদের মাদ্রাসায় আসে ছেলের বাবা সিদ্দিক মিয়া।

তার ছেলে মাদ্রাসায় আসেনি বলে জানায় শিক্ষকরা । তখন আমরা ও ছেলের বাবা মিলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। কিন্তু তাকে কোথাও খোঁজে না পাওয়ায় শুক্রবার আমাদের মাদ্রাসায় দেশীয় অস্ত্র,রামদা নিয়ে এসে বেঞ্চ, দরজা,জানালা,ভাঙচুর করেছে ও শিক্ষককে লাঞ্ছিত করেছে সিদ্দিক মিয়ার ভাই মিন্টু সহ তার ইষ্টি গোষ্ঠীর লোকজন মিলে ।এ ঘটনা ঘটার পর জানা যায়, তার ছেলে পালিয়ে তার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছে ।

আমি বাংলাদেশের মুসলমান ও মদন উপজেলা প্রশাসনের কাছে অনুরোধ জানাই যে, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ রাসুলের মাদ্রাসা কি করে তারা হামলা ভাঙচুর করে আমরা আলেম সমাজ এর বিচার চাই। যাতে করে কোন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর এ ধরনের কাজ আর করতে না পারে।

মাদ্রাসায় হামলা,ভাঙচুর ও শিক্ষকে লাঞ্ছিতের বিষয়ে সিদ্দিক মিয়ার ভাই মিন্টু মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন,এ মাদ্রাসা আমাদের,আমরা মাদ্রাসায় কোন আক্রমণ করিনি অবুঝ ছেলেরা গিয়েছিল এর বিচার হবে।

এ ঘটনায় মদন থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার বলেন,এ বিষয়ে আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD