গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পানপট্টি ,ডাকুয়া ,চিকনিকান্দি ইউনিয়ন এ ঘূর্ণিঝড় রেমাল এ খতিগ্রস্থ, দরিদ্র, গর্ভবতী, পঙ্গু মানুষের মাঝে চডঔ এর সহযোগিতায় সিআইএস এর আয়োজন এ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং মশারী বিতরণ করা হয়।
৩০ জুন ২০২৪ ইং রোজ রবিবার সকাল ১১ টায় আটখালি,বাধঘাট,পশ্চিম হোগলবুনিয়া গ্রাম এ ডাকুয়া ইউনিয়ন পরিষদে সিআইএস এর উদ্যোগে খাদ্যসামগ্রি বিতরণ কর্মসূচী শুরু হয়েছে যা আগামী ২ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সিআইএস ঘূর্ণিঝড় রেমাল এ খতি গ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী পরিচালনা করছে। বিগত ১৫ জুন ২০২৪ ইং তারিখ হইতে বিতরণ কর্মসূচী পরিচালিত হচ্ছে।
উক্ত বিতরণ কর্মসূচী তে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নিবার্হী অফিসার জনাব মো.মহিউদ্দিন আল হেলাল,জনাব বিশ^জিৎ রায়,চেয়ারম্যান,ডাকুয়া ইউনিয়ন, সায়মে মৃধা, মেম্বার, ডাকুয়া ইউনিয়ন,শাহআলম মৃধা,মেম্বার, ডাকুয়া ইউনিয়ন। সি আই এস এর পক্ষে, জনাব মোঃ ইমরান পারভেজ, প্রকল্প কর্মকর্তা, জনাব মিথুন চন্দ্র সরকার, প্যারামেডিক, জনাব মিথিলা রানী, মাঠকর্মী এবং শিরিন আক্তার, মাঠকর্মী উক্ত বিতরণ কর্মসূচী পরিচালনা করেন।
খাদ্যসামগ্রীর মধ্যে চাল ১০ কেজি, ডাল ১ কেজি, তেল ২ লিটার, আলু ৫ কেজি, লবন ১ কেজি, পেয়াজ ২ কেজি, শুঁটকি মাছ ১ কেজি এবং মশারী বিতরণ করা হয়। উপস্থিত স্থানীয় জন প্রতিনিধিরা এই পরিচালিত কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং এই মহান মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।