ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার বড়ইবাড়ি কালিয়াদহ গ্রামে তুরাগ নদীতে সোমবার(১ জুলাই) রাত এগারোটার দিকে সুমাইয়া আক্তার(২০) নামের এক কলেজ ছাত্রী ঝাপ দিয়ে নিখোজ হয়েছে ।নিখোজ ওই কলেজ ছাত্রীকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ।
নিখোজ কলেজ ছাত্রী হলেন উপজেলার কালিয়াদহ গ্রামের সোহরাব হোসেনের মেয়ে ।সে ২০২৩ সালে কোনাবাড়ি আরিফ কলেজ থেকে এইচএসসি পাশ করে মেডিকেল কলেজে ভর্তির চেষ্টা করছিলেন ।
নিখোজের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্র জানায় সোমবার রাতে এগারোটার দিকে ওই ছাত্রীর বাবা খাবারের জন্য ডাকলে পরে খাবার খাবে বলে জানান ওই কলেজ ছাত্রী । কিছুক্ষন পর বাড়ির পাশে তুরাগ নদীতে ঝাপিয়ে পড়েন ।এসময় আসে পাশের লোকজন টের পেয়ে ডাক চিৎকার করলে স্বজনরা ঘটনা স্থলে এসে নদীতে খোজা খুজি করে কোন সন্ধান না পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয় ।
এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার সকাল থেকেই তুরাগ নদীতে ওই নিখোজ কলেজ ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চালায় ।এদিকে নিখোজের ১৮ ঘন্টা পার হয়ে গেলেও ওই কলেজ ছাত্রীর লাশ উদ্ধার না হওয়ায় হতাশ প্রকাশ করেছেন এলাকাবাসী ।তবে নদীতে ওই ছাত্রীর ঝাপ দেওয়ার কারন এখনো জানাযায়নি ।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনর্চাজ ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান খবর ফেয়ে ফায়ার সাভির্সের টঙ্গী ডুবুরী দল সারাদিন তুরাগ নদীতে উদ্ধার চালিয়েও সন্ধান পায়নি ।তবে নদীতে প্রচন্ড স্রোত থাকায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে ।ঘটনা স্থলে পুলিশ রয়েছেন ।