মোঃ মেহেদী হাসান, বরিশাল :
বরিশালের গৌরনদী পৌরসভার উপনির্বাচনে বিজয়ী নবনির্বাচিত মেয়র আলহাজ্ব মো আলাউদ্দিন ভূইয়া শুক্রবার জুম্মার নামাজ আদায় করেন টরকী বন্দরের বড় মসজিদ আদর্শ জামে মসজিদে। নামাজ শেষে দোয়া ও মিলাদের আয়োজন করেন।
এরপরে মেয়র অবহেলিত টরকী বন্দরের বিভিন্ন সড়ক জলাবদ্ধতা ঘুরে ঘুরে পরিদর্শন করেন।
টরকীর বর ব্রীজের গোড়া থেকে ছাগলহাটা হয়ে রায়পট্টি পর্যন্ত সড়কটিতে বারো মাসই পানি হমে থাকে,কর্দমাক্ত সড়কটি চলাচলের অনপযোগি । তাৎক্ষনিক নব নির্বাচত মেয়র সড়কটিকে ইঞ্জিনিয়র দিয়ে মাপ দিয়েছেন। দু দিনের মধ্যে সড়কের ড্রেন ও নতুন ঢালাই কাজ করার নির্দেশ দেন। ব্যবসায়ীদের আশস্ত করেন শিগ্রহই এই টরকি বন্দরের সব সড়ক পাকা ও ড্রেনেজ ব্যবস্থার কাজ সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, টরকীতে কোনো চাদাবাজ থাকবে না, কেহ চাদা চাইতে আসলে তাকে বেধে রাখবেন, কিশোরগ্যাং বলতে কিছু থাকবে না । নতুন মেয়রের সুন্দর কর্মকান্ডে গোটা ব্যবসায়ীরা তাকে নিয়ে প্রসংশায় পঞ্চমূখ হন। সরব হয়ে ওঠে টরকী।