মোঃ মেহেদী হাসান, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মনির হোসেন মিয়ার যোগদান। সোমবার (৮ জুলাই) সকাল ১০ টায় পরিষদে যোগদান করেন। যোগদানের অত্র অনুষ্ঠানে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুল নাহার মেরী নবনির্বাচিত চেয়ারম্যানকে তার দায়িত্ব বুজিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান, সহকারি কমিশনার (ভুমি) মোঃ রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান এড্যভোকেট সাহিদা আক্তার, মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহু পিকলু, কাউন্সিল মোঃ আলামিন হাওলাদার, মোঃ লিটন বেপারী, মোঃ ইখতিয়ার হাওলাদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
যোগদানের পর উপজেলা প্রশাসন হলরুমে ৬ষ্ঠ গৌরনদী উপজেলা পরিষদের প্রথম সভায় যোগদান করে বক্তব্য রাখেন মনির হোসেন মিয়া।