তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসের মজিদপুর ইউনিয়নের তালিকাভুক্তকার্ড ধারীদের মধ্যে টিসিবির পন্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।গতকাল সোমবার সকাল ১০ টার দিকে মজিদপুর ইউনিয়নের ১০৫৩ জন কার্ডধারীর মধ্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মজিদপুর ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকার।
এসময় উপস্থিত ছিলেন মজিদপুর ইউপি সচিব মো.আনোয়ার হোসেন,আ.লীগ নেতা জামাল খান,মো.মনু মিয়া,সংশ্লিষ্ট ইউপি সদস্য ফারুক মিয়া,মো.অহিদ মিয়া,মো.হানিফ মিয়া,মো.ইয়াছিন মিয়া,আজহারুল ভূইয়া,মো.কাজল মিয়া,নাছির উদ্দিন,শামীম খান,সংরক্ষিত মহিলা সদস্য মোসামৎ নাছিমা আক্তার,সেলিনা আক্তার শিপু,মোসামৎ রোখসানা আক্তার ডলি,কুস্তিগীর রাসেল ও লিটন মিয়া প্রমুখ।