
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুকুরের পানিতে ডুবে রাফি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত রাফি ধামাউড়া গ্রামের প্রবাসী ফয়েজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শিশুটির মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। রাফি বাড়ির পাশেই পুকুরপাড়ে খেলাধূলা করছিল। খেলতে খেলতে সবার অজান্তে সে পুকুরে পড়ে যায়। কাজ শেষে তার মা সন্তানের খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজনও খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে বাড়ির পুকুরে রাফিকে ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্যরা শিশুর দেহ পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়।