ঠাকুরগাঁও প্রতিনিধিঃ মার্চ ফর জাস্টিস কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। কোটা আন্দোলনের সমন্বয়কদের হয়রানি, আটককৃতদের মুক্তি ও আন্দোলনে শিক্ষার্থী নিহতের বিচার দাবিতে গত বুধবার (৩১ জুলাই) দুপুরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা একটি মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।
এরপর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। আবার শিক্ষার্থীরা একত্রিত হয়ে স্কুলের সামনের সড়কে কিছুক্ষণ অবস্থান নিয়ে কর্মসূচি সমাপ্ত করেন। এর আগে কোটাবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ও ছাত্র-জনতা গণহত্যার বিচারের দাবিতে চৌরাস্তা সমবায় মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা অভিযোগ করেন, কোটা আন্দোলন ঘিরে সারা দেশে বর্বরতা ও গণহত্যা চালানো হয়েছে। যা ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।
এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে হত্যার প্রকৃত সংখ্যা প্রকাশ করে জাতির সামনে তুলে ধরার দাবি জানান বক্তারা।