তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারের হত্যাকারী পলাতক খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছে তিতাস উপজেলা আ.লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারের হত্যাকারী
ঘাতকদের বিচারের দাবিতে কুমিল্লার তিতাসে উপজেলা আ.লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে একটি মিছিল বের করে হোমনা-গৌরীপুর সড়ক প্রদক্ষীণ করে পুনরায় মিছিলটি দলীয় কার্যালয় গিয়ে শেষ করে দলীয় নেতাকর্মীরা।
উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শওকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাসীন ভূঁইয়া’র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মজিবুর রহমান,সহ-সভাপতি মো.আনোয়ার হোসেন ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শেখ ফরিদ প্রধান,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.শাহিনুল ইসলাম সোহেল সিকদার,দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, মহিলা বিষয়ক সম্পাদক মোসামৎ হাসিনা মেম্বার,সদস্য মো.জালাল খান, মো.জামাল উদ্দিন ভূইয়া, লেয়াকত আলী মেম্বার, জগতপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোজাম্মেল হক টিটু,মজিদপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.মোস্তাক আহমেদ ভূইয়া,বলরামপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.আবুল হোসেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো.দেলোয়ার হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহরাব হোসেন সিকদার সবুজ,উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসামৎ হাসিনা বেগম শিশিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।