1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : Masum Sarder : Masum Sarder
  3. emranniloy53@gmail.com : Emran Hasan Neloy : Emran Hasan Neloy
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
শনিবার, ২১ জুন ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :

আশুলিয়ায় রাতের আঁধারে লুটপাট ও ডাকাতি চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় রাতের আঁধারে লুটপাট ও ডাকাতি চেষ্টার অভিযোগ উঠেছে জামগড়া এলাকার বিএনপি নেতা আহসানুল্লাহ ভূঁইয়ার ছেলে রিফাত ভূঁইয়া ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। এসময় এলাকার দোকানপাটে ডাকাতি ও ইন্টারনেটের তার কেটে সংযোগ বিচ্ছিন্ন করে এবং সেই সাথে কয়েকটি বাসা-বাড়ীর সিসি ক্যামেরাও ভাংচুর করে। পরে লুটপাটকারীরা প্রবেশ করছে বলে মসজিদের মাইকে জানানো হলে বাসা বাড়ি থেকে লোকজন বের হয়ে তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

বৃহস্পতিবার দিনগত রাতে আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকায় এই ঘটনা ঘটে। এ নিয়ে জনমনে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে।

বাড়িওয়ালা ইসাক সরকার বলেন, রাত ১টার দিকে আমি আমার ভবনের দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলাম, তখন তৃতীয় তলা থেকে আমার স্ত্রী আমাকে ফোন করে বলে বাড়ির মধ্যে ডাকাত ঢুকার চেষ্টা করছে। তখন আমি আমার রুমের দরজা খুলে বেলকুনিতে এসে দেখি ২০-২৫ জন পোলাপান সিসি ক্যামেরা ভাংচুর সহ নেট ও ডিশ লাইনের তার কেটে ফেলে। এরপরে তারা যখন আমার বাড়ীতে ঢোকার চেষ্টা করে তখন মসজিদের ইমাম সাহেবকে ফোন করে জানাই এবং মাইকিং করতে বলি। তখন তিনি আমার বাড়ীতে ডাকাত ঢুকেছে এই কথা মাইকিং করে জানায়।
এরপরে এলাকাবাসী ছুটে আসলে তারা পালিয়ে যায়। প্রত্যেকের মুখে মাকস পরা এবং সকলের কাছে দেশীয় অস্ত্র ছিলো। পরে দিনের বেলায় আমারা এই বিষয়ে এলাকাবাসীর সাথে বসে আলোচনা করি। তখন জানতে পারি আহসানুল্লাহ ভূঁইয়ার ছেলে রিফাত ভূঁইয়া ও রুবেল তারা এই কাজ করেছে। এবিষয়ে রিফাতের বাবাকে জানানো হলে তার ছেলে আমাদের এলাকায় আর প্রবেশ করবে না বলে আশ্বস্ত করে।

সুস্মিতা নূর নামে এক নারী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন এবং তিনি সেখানে লিখেছেন গতরাতে ১টার দিকে আমাদের এলাকায় লুটপাট করতে কয়েকজন পোলাপান অস্ত্র নিয়ে ঢুকে পড়ে। আগে সিসি ক্যামেরা ভাংচুরসহ ডিস ও ইন্টারনেটের তার কাটে। এরপরে বাসাবাড়িতে প্রবেশের চেষ্টা করলে এলাকাবাসী তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে সেনাবাহিনীকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন।

ভিডিওতে ১৫ জন অস্ত্রধারীদেরকে ইসাক সরকারের বাড়ির রাস্তায় ঢুকতে দেখা গেছে। প্রত্যেকের মুখে মাকস ও হাতে দেশীয় অস্ত্র ছিলো। সেখানে আহসানুল্লাহ ভূঁইয়ার ছেলেকে নেতৃত্ব দিতে দেখা গেছে।

এবিষয়ে রিফাতের বাবা আহসানুল্লাহ ভূঁইয়াকে কয়েকবার ফোন করেও তাকে ফোনে পাওয়া যায়নি।

এরআগেও রিফাত ভূঁইয়ার নেতৃত্বে জামগড়া এলাকায় আওয়ামী লীগের এক প্রভাবশালীর নেতার ছত্রছায়ায় থেকে নানা অপকর্ম করে আসছিলো, বিস্তারিত আসছে…..২য় পর্বে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD