মোঃ ইমরান পারভেজ, গলাচিপা প্রতিনিধিঃ আজ রবিবার (২১ জানুয়ারি) বিকালঃ তিন ঘটিকায়,গলাচিপা উপজেলা গলাচিপা পৌরসভার সদরে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এর উদ্যোগে (সিআইএস) অফিসে হেলথ ক্যাম্প আয়োজন করা হয়।
এ সময় চিকিৎসা প্রদান করেন গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মোঃ আতাউর রহমান এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এর গলাচিপার সকল কর্মকর্তা এ সময় গলাচিপার পৌরসভার নদীর পাড়, পেয়ারা বাগান,ও আশ্রয়ন প্রজেক্টের অসহায় ও গরীব মানুষ চিকিৎসা গ্রহণ করেন এ সময় অসহায় ব্যক্তিরা কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস)কে জানায় বর্তমানে বাজার মূল্য বেশি হওয়ার কারণ তাদের সংসার খরচ জোগাড় করতে কষ্ট হয়, এতে করে তাদের ডাক্তার দেখানো ঔষধ ক্রয় করার তাদের জন্য কষ্ট সা a¨ হয়ে পরে।
এতে করে তারা আরো বলেন সরকারি হাসপাতালের পাশাপাশি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস)মাঝে মাঝে তাদের চিকিৎসা সেবা দিলে উক্ত এলাকার অসহায় ও গরীব মানুষের উপকৃত হবে বলে মনে করেন এতে করে কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস)কে তাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।