মোঃ আল-আমিন (বাপ্পি), উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের বিভিন্ন স্থানে বাজার মনিটরিং এবং পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছেন।
বৈষম্য ছাত্র আন্দোলনকারি শিক্ষার্থীদের সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
বৈষম্য ছাত্র আন্দোলনের ওটরা ইউনিয়নের অন্যতম শিক্ষার্থী ও মনিটরিং টিমের ১নং সদস্য জনাব মোঃ সোলেমান আব্দুল্লাহ খান আমাদের জানান যে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন করার সময় দেখেছি ইউনিয়নের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা হয়েছে সেগুলো আমরা পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করতেছি এবং সামনের দিনগুলোতে ও আমাদের এই ময়লা-আবর্জনা পরিষ্কার -পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করবো আমাদের ইউনিয়নকে নতুন রুপে ফিরিয়ে আনবো ।
সবাই আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন করা শিক্ষার্থীদের জন্য এবং ২০২৪ সালের যুদ্ধে যারা জীবন আমাদের বাংলাদেশকে স্বাধীন করেছে সকলের জন্য দোয়া করবেন আমরা শিক্ষার্থীরা মিলে সমাজ সকল উন্নয়ন মূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি।