
সাভার (ঢাকা) প্রতিনিধি || পেশাগত অসদাচারণের অভিযোগে ‘লেগুনা ড্রাইভার’ হিসেবে পরিচিত আপেল মাহমুদকে মাই টিভির সাভার প্রতিনিধির পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মাই টিভির স্ক্রল নিউজে এ বিষয়ে জানানো হয়েছে। এ খবর সাভারে ছড়িয়ে পড়লে মানুষের মাঝে উৎসবের আমেজে বিরাজ করে।
জানা যায়, আপেল মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে থেকে লাঠি হাতে রাজপথে নেমে ছাত্রদের বেধরক মারপিট করেছে।
এছাড়া সে আন্দোলনরত বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক নেতাদের বাসায় গিয়ে হামলা চালিয়ে ভাংচুর এবং মালামাল লুট করেছে। বিষয়টি মাই টিভি কর্তৃপক্ষের নজরে আসলে তারা আপেল মাহামুদকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে।
আপেল মাহমুদ সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ক্যাডার হিসেবে পরিচিত ছিলো। সে লেগুনা পরিবহণের ব্যবসা করে। এ জন্য সাভারে তাকে পরিচিতজনেরা লেগুনার ড্রাইভার হিসেবে ডাকে।