তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দি উপজেলা শাখা জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল দশটায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার গ্রীন লীফ রেস্টুরেন্টে তিতাস ও দাউদকান্দি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন জামায়াতে ইসলামী বাংলাদেশ ।
তিতাস ও দাউদকান্দি উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা চলাকালে উপস্থিত সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতে ইসলামী বাংলাদেশ কুমিল্লা জেলা শাখা মজলিসের শুরা সদস্য মাওলানা খন্দকার আবদুল বাশার।
জামায়াতে ইসলামী বাংলাদেশ দাউদকান্দি উপজেলা শাখা আমীর মো. মনিরুজ্জামান বাহালুলের সভাপতিত্বে এবং সেক্রেটারী মো.মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ দাউদকান্দি পৌরসভা আমীর মাওলানা আবুল কাসেম প্রধানিয়া,জেলা সহকারী সেক্রেটারী মো.মোখলেছুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারী মো.মেসবাহউদ্দিন মিয়াজী,পৌরসভা সেক্রেটারী মো.আবু বক্কর ছিদ্দিক,উপজেলা সহকারী সেক্রেটারী মাওলানা কাজী বশিরুল্লাহ,সাবেক ছাত্রনেতা ইসলামী ছাত্র শিবির মিজানুর রহমান আরিফ,ইসলামী ছাত্র শিবির কুমিল্লা (পশ্চিম)সভাপতি মো.জিসান মিয়া,ইলিয়টগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মো.দেলোয়ার হোসেন মোল্লা,জেলা সাধারণ সম্পাদক শ্রম মাওলানা মোশাররফ হোসেন,উপজেলা অর্থ সম্পাদক আবদুল লতিফ প্রমুখ।