জেলা প্রতিনিধি, শরীয়তপুর :
শরীয়তপুরের সখিপুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসমা বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে ২৩ আগস্ট ভেদরগঞ্জ উপজেলার সখিপুর আব্দুর রশিদ বেপারি কান্দির বাসিন্দা আব্বাস আলী বেপারীর স্ত্রী নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে জানা যায় ঐ জননীর ৪ বছর বয়সী ও দুই বছর বয়সী দুই ছেলে সন্তান রয়েছে
নিহতের পরিবার সূত্রে জানা যায় স্বামী আব্বাস বেপারী প্রবাসী সৌদি আরব যাওয়ার পর প্রথম মাসের বেতন পেয়েছেন এই খুশিতে বাজার থেকে মিষ্টি এনে এলাকার মানুষের মাঝে বিতরণ করবেন বলে ঘর থেকে বাহির হলে বৃষ্টিতে স্লিপ খেয়ে পাশে থাকা একটি বিদ্যুৎতিক তার ধরেন সেই তার ও ছিরে গিয়ে পড়ে যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আসমা বেগম মৃত্যুর বিষয়টি নিচ্চিত করেন উত্তর তারাবুনিয়ার ইউনিয়ন পরিষদ সচিব মেহেদী হাসান সিপন বেপারী
এবিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য দক্ষিণ তারাবুনিয়ায় তার বাবার বাড়িতে নেওয়া হয়েছে।