তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসের বন্যা কবলিত তিনটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশন ও সংগঠন ভিন্ন এক সাথে অনন্য সংগঠনের উদ্যোগে গতকাল শুক্রবার বিকেল ৩ টা থেকে শুরু করে রাত ৮ টা পর্যন্ত উপজেলার কলাকান্দি ইউনিয়নের মানিক নগর,ভিটিকান্দি ইউনিয়নের ঘোষকান্দি,হরিপুর,দাশকান্দি দুলারামপুর,নারান্দিয়া ইউনিয়নের দক্ষিণ নারান্দিয়া গ্রামের পশ্চিম ও পূর্ব পাড়ের বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ টি পরিবারের মধ্যে নগদ ১ লক্ষ টাকাবিতরণ করা হয়।
সামাজিক ও মানবিক সংগঠন জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশন ও সংগঠন ভিন্ন এক সাথে অনন্য এর প্রধান সমন্বয়ক মো.সাজ্জাদ হোসেন সজিব সরকার বন্যা কবলিত তিনটি ইউনিয়নের ৪০ টি পরিবারের মধ্যে নগদ ১ লক্ষ টাকা বিতরণ করে।অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন ইয়াং বেঙ্গল সোসাইটির রকিব উদ্দিন,তারুণ্যের আলোর বশির আহমেদ,রাসেল মাহমুদসহ আরও অনেক।