এস এ ডিউক ভূইয়া, কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার হোমনা উপজেলার চাঞ্চলকর খুনের আসামী আক্তার হোসেন সুমন (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। সে হোমনা পৌরসভার চরেরগাঁও গ্রামের হক মিয়ার ছেলে। গত শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়,পরকীয়া জেরে সিংগাড়ার সাথে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে শ্বাসরোধ করে হত্যা অতঃপর কাঠ দিয়ে মাথা থেতলিয়ে মৃত্যু নিশ্চিত করে এই খুনি। নিহত মাহমুদার মোবাইল ফোনে কথোপকথনের সুত্র ধরেই খুনিকে চিহ্নিত করে পুলিশ।হোমনা থানার ওসি জয়নাল আবেদীন বলেন, প্রাথমিক জিঞ্জাসাবাদে সে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
প্রকাশ, সুমন গত বুধবার রাতে বড় ঘাগুটিয়া গ্রামের গৃহবধূ মাহমুদা বেগম (২৮) ও তার ছেলে শাহাব উদ্দিন ( ৯) ও স্কুলছাত্রী তিশামণি (১৪)কে নৃসংসভাবে হত্যা করা হয়।