1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

আশুলিয়ায় ইউফোরিয়া এ্যাপারেলস লিঃ শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি || শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় হাজিরা বোনাস, টিফিন বিল বৃদ্ধি, গত মাসের বেতনসহ নানা দাবিতে বিক্ষোভ করেছেন ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেড নামের একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকেরা।

রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার শিমুলতলা দরগারপাড় এলাকায় অবস্থিত ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এছাড়া র‍্যাব ও সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা।

সরেজমিনে গিয়ে ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, বকেয়া বেতনসহ ২৩দফা দাবি ও ঈদে ছুটি নিলে হাজিরা বোনাস কেটে না নেয়া, চাকরির বয়স ৫ বছর পূর্ণ হলে ৫ টা বেসিকের সমপরিমাণ সার্ভিস বেনিফিট, টিফিন বিল বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন কারখানার শ্রমিকেরা। এসকল দাবিতে দুইদিন কারখানা বন্ধের পর গত শনিবার কারখানা খুলে দেয়া হলে শ্রমিকেরা কাজে যোগ দেন। দাবি আদায়ে প্রতিটি ফ্লোর থেকে ৪-৫ জনকে নিয়ে ২০ জনের একটি প্রতিনিধি দল গঠন করা হয়। ওই দলটি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দাবিগুলো নিয়ে কথা বললেও দাবি মানা হয়নি।

তারা আরও বলেন, শুধুমাত্র টিফিন বিল বাড়ানো হয়। রোববার একজন প্রতিনিধিকে ডেকে মারধর করে কারখানা কর্তৃপক্ষ। পরে সে অন্যান্য শ্রমিকদের বিষয়টি জানালে কাজ বন্ধ করে কারখানার নিচে এসে অবস্থান নেন। অন্যান্য দাবির সঙ্গে তাঁরা গত মাসের বেতনের দাবি জানান। দুপুর ১ টায় একাউন্টে বেতন ঢুকবে বলে কারখানা কর্তৃপক্ষ তাদের জানায়। সন্ধ্যা ৬ টার দিকে শুধুমাত্র টিফিন বিল ও ওভার টাইমের টাকার মেসেজ পান তাঁরা। বেতন না পাওয়ায় শ্রমিকেরা কারখানায় বিক্ষোভ শুরু করেন।

এসময় আইনশৃঙ্খলা যৌথ বাহিনীর সদস্যরা তাঁদের উপর চড়াও হন। পরে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে কারখানা সংলগ্ন দরগারপাড় সড়কে অবস্থান নিলে এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় শতাধিক শ্রমিক আহত হয়। পরে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শ্রমিকরা আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা নেন বলে জানা যায়। এতে ইউফোরিয়া এ্যাপারেলস লিমিটেড পাশে সেলুনের দোকানদার বিপ্লব গুলিবিদ্ধ হয়ে আশুলিয়া নারী শিশু হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। ইউফোরিয়া এ্যাপারেলস লিমিটেড শ্রমিক এবং যৌথ বাহিনী সংঘর্ষের সময় পাশের শামস গার্মেন্টসের রেজাউল খান নামের অপারেটর কে পুলিশ বুকে আঘাত করলে তাৎক্ষণিক ভাবে তাকে আশরাফ আলেয়া হাসপাতালে নিয়ে চিকিৎসা নেন।

একটি সূত্র জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৫জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে উপ-পরিদর্শক (এসআই) ফারুক খানকে পুলিশ লাইন হাসপাতালে নেয়া হয়েছে। কনস্টেবল তৌহিদুল ও নাজমুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বাহিনীর অন্যান্য সদস্যদের নিজ নিজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে সাভার র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব ৪)-এর কোম্পানি কমান্ডার মেজর মাহমুদ খান বলেন, ‘আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে-শুনিয়ে শান্ত করার চেষ্টা করছিলাম কিন্তু তারা উত্তেজিত হয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। পরে তাদেরকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এখন গোটা এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ রয়েছে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD